Question:নিউটনীয় পদার্থবিজ্ঞানে স্থানকে কীভাবে ব্যাখ্যা করা হয়?
Answer নিউটনীয় বা চিরায়ত পদার্থবিজ্ঞানের স্থান হচ্ছে ত্রিমাত্রিক এবং বিস্তৃত। স্থারেন কোনো শুরু বা শেষ নেই, অর্থাৎ অসীম এর বিস্তৃতি স্থানকে অতিক্ষুদ্র অংশে ভাগ করা যায় অর্থাৎ স্থান নিরবচ্ছিন্ন। স্থানের যেকোনো এলাকা অন্য এলাকা থেকে অভিন্ন। স্থান নিরপেক্ষ। স্থানের মধ্যে সব ঘটনা ঘটে এবং স্থানের বিস্তৃতির মধ্যেই সমস্ত বস্তুর অবস্থান কিন্তু স্থান কোনো বস্তু বা ঘটনা দ্বারা প্রভাবিত হয় না। স্থান যেমন বস্তু ও ঘটনা নিরপেক্ষ তেমনই সময় নিরপেক্ষ, ফলে কালের প্রবাহ স্থানকে বদলাতে পারে না।
+ Report
niutney padarothobiggane shothanke kivabe baakha kara hoyo?