Question:ভার্নিয়ার ধ্রুবক বলতে কী বোঝ- ব্যাখ্যা কর। 

Answer স্লাইড ক্যাডলিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। যেমন, ভার্নিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ক্ষুদ্রতম ভাগের সমান হলে ভার্নিয়ার প্রতিটি ভাগের দৈর্ঘ্য = 0.9 মিমি এবং এক্ষেত্রে ভার্ণিয়ার ধ্রুবক, VC = 1 মিমি-0.9 মিমি = 0.1মিমি। 

+ Report
Total Preview: 5576
varniyar dhrubok bolte ki boঝ- baakha karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd