Question:চাঁদের অভিকর্ষজ ত্বরণ 1.63`ms^(-2)` বলতে কী বোঝায়?
Answer চাঁদের অভিকর্ষজ ত্বরণ 1.63`ms^(-2)` বলতে বোঝায় চন্দ্র পৃষ্ঠ হতে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার বেগ প্রতি সেকেন্ডে 1.63`ms^(-2)` হারে হ্রাস পায়। অর্থাৎ বস্তুটিকে 1.63`ms^(-2)` ত্বরণে চাঁদের কেন্দ্রের দিকে আকর্ষণ করে।
+ Report
chaঁder ovekroshjo ttoron 1.63`ms^(-2)` bolte ki bozayo?