গতি
  1. Question: ত্বরণের একক কোনটি?

    A
    `ms^-1`

    B
    `ms^-2`

    C
    `Ns`

    D
    `kgs^-2`

    Note: Not available
    1. Report
  2. Question: ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?

    A
    রৈখিক গতি

    B
    উপবৃত্তাকার গতি

    C
    পর্যাবৃত্ত গতি

    D
    স্পন্দন গতি

    Note: * কোনো গতিশীল ব্সতুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে তাহলে সেই গতিকে- পর্যাবৃত্ত গতি। * ঘড়ির কাঁটার গতি, সূরযের চারদিকে পৃথিবীর গতি- পর্যাবৃত্ত গতি। * কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় তবে তার গতিকে বলে- রৈখিক গতি।
    1. Report
  3. Question: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের-

    A
    সমানুপাতিক

    B
    বর্গের সমানুপাতিক

    C
    ব্যস্তানুপাতিক

    D
    বর্গের ব্যস্তানুপাতিক

    Note: * কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে ভূমিতে পৌঁছায়- অভিকর্ষের প্রভাবে * পড়ন্ত বস্তু সম্পর্কে তিনটি সূত্র প্রদান করেন- গ্যালিলিও * বস্তুর ভরের ওপর নির্ভর করে না- অভিকবর্ষজ ত্বরণ * মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ- সুষম ত্বরণ
    1. Report
  4. Question: এক ব্যক্তি `7 m` ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ `1 1/1` পাক ঘুরলে তার সরণ কত?

    A
    `0 m`

    B
    `14 m`

    C
    `44 m`

    D
    `66 m`

    Note: Not available
    1. Report
  5. Question: কোন রাশিগুলো প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন?

    A
    বেগ, সরণ

    B
    কাজ, শক্তি

    C
    বল, ত্বরণ

    D
    বল, তড়িৎ তীব্রতা

    Note: Not available
    1. Report
  6. Question: স্থির অবস্থান হতে সুষম ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সময়ের ব্যবধান চার গুণ হলে অতিক্রান্ত দূরত্ব কত গুণ হবে?

    A
    চার গুণ

    B
    দ্বিগুণ

    C
    ষোল গুণ

    D
    এক চতুর্থাংশ

    Note: Not available
    1. Report
  7. Question: স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তু অভিকর্ষের প্রভাবে প্রথম ১ সেকেন্ড কত দূরত্ব নিচে পড়বে?

    A
    ৯.৮ মিটার

    B
    ৪.৯ মিটার

    C
    ১৯.৬ মিটার

    D
    ১ মিটার

    Note: Not available
    1. Report
  8. Question: কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তার গতিকে কী বলা হয়?

    A
    রৈখিক গতি

    B
    ঘূর্ণন গতি

    C
    চলন গতি

    D
    স্পন্দন গতি

    Note: Not available
    1. Report
  9. Question: কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সরল রৈখিক মান দ্বারা কোনটি প্রকাশ করা হয়?

    A
    বেগ

    B
    সরণ

    C
    ত্বরণ

    D
    দূরত্ব

    Note: Not available
    1. Report
  10. Question: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু ৪র্থ সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করবে?

    A
    ১৯.৬ মিটার

    B
    ৩৪.৩ মিটার

    C
    ৪৪.১ মিটার

    D
    ৮৭.৪ মিটার

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd