Question: ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
Aরৈখিক গতি
Bউপবৃত্তাকার গতি
Cপর্যাবৃত্ত গতি
Dস্পন্দন গতি
Note: * কোনো গতিশীল ব্সতুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে তাহলে সেই গতিকে- পর্যাবৃত্ত গতি।
* ঘড়ির কাঁটার গতি, সূরযের চারদিকে পৃথিবীর গতি- পর্যাবৃত্ত গতি।
* কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় তবে তার গতিকে বলে- রৈখিক গতি।