Question:গাড়ির টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন?
Answer রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল সর্বোচ্চ করার জন্য গাড়ির টায়ারের পৃষ্ঠ খাঁজকাটা থাকে। যানবাহন চলাচলের সময় প্রয়োজন অনুযায়ী গতি হ্রাসের জন্য রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি করে চাকার ঘূর্ণনকে কমানোর জন্য টায়ারের পৃষ্ঠ খাঁজ কাটা থাকে। এই খাঁজের কারণে ঘর্ষণ বল যত বেশি হবে গাড়ির গতিকে তত ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
+ Report
gaড়িr tayarer prishthে khaঁjo kata thake ken?