Question:নৌকা থেকে আরোহী লাফ দিলে নৌকা পেছনের দিকে সরে যায় কেন?
Answer নৌকা থেকে আরোহী লাফ দিলে নিউটনের গতির ৩য় সূত্রানুসারে নৌকা পেছনের দিকে সরে যায়। নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া আছে। নৌকা থেকে আরোহী যখন লাফ দেয় তখন সে একটি বল প্রয়োগ করে। নৌকাটিও সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে। ফলে আরোহী সামনের দিকে এবং নৌকা পিছনের দিকে সরে যায়।
+ Report
nৌka theke arohi lapho dile nৌka pechoner dike shore jay ken?