Question:স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যকার পার্থক্য ব্যাখ্যা কর।
Answer যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে। অপরদিকে, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। শুধু মানের পরিবর্তনের দ্বারা স্কেলার রাশি পরিবর্তিত হয়। অপর পক্ষে, শুধু মানের বা শুধু দিকের বা উভয়ের পরিবর্তনের দ্বারা ভেক্টর রাশি পরিবর্তিত হয়।
+ Report
scalar rashi o bhেktr rashir modhjokar parothokjbaakha karo.