Question:একটি পাকা আম বৃন্তচ্যুত হয়ে নিচে পড়তে থাকলে এর বেগের কোনো পরিবর্তন হবে কি?- ব্যাখ্যা কর। 

Answer একটি পাকা আম যখন গাছের বৃন্তে থাকে তখন তা স্থির অবস্থায় থাকে তখন এতে বিভব শক্তি সঞ্চিত থাকে, কোনো গতি শক্তি থাকে না। যখন আমটি বৃন্তচ্যুত হয় তখন আমটি নিচের দিকে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে পড়ে অর্থাৎ বেগ বৃদ্ধি পেতে থাকে। যেহেতু আমটি নিচের দিকে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে পড়তে থাকে সেহেতু আমের বেগ প্রতি সেকেন্ডে `9.8ms^(-1)` হারে পরিবর্তিত হতে থাকে। 

+ Report
Total Preview: 1977
akti paka amo brintochjut hoye niche paড়te thakle ar beger kono pariborotn hobe ki?- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd