Question:ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান `9.8ms^(-2)` বলতে কি বোঝ? 

Answer অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে, যা সুষম ত্বরণের একটি ঋৎকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ। ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান `9.8ms^(-2)` বলতে বুঝায়, ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত যেকোনো বস্তুর ত্বরণ হয় `9.8ms^(-2)` অর্থাৎ বস্তুটি যখন ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকে তখন এর বেগ প্রতি সেকেন্ডে `9.8ms^(-1)` করে বাড়তে থাকে। 

+ Report
Total Preview: 1690
bhূ-prishthে ovekroshjo ttoroner man `9.8ms^(-2)` bolte ki boঝ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd