Question:“সকল স্থিতিই আপেক্ষিক স্থিতি” ব্যাখ্যা কর।
Answer আমরা জানি এ মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয়। সুতরাং পরম স্থির বলে কিছু নেই। সুতরাং আমরা যা স্থির দেখি তা প্রকৃত পক্ষে স্থির নয়, পারিপার্শি্কের সাপেক্ষে স্থির। সুতরাং আমরা বলতে পারি সকল স্থিতিই আপেক্ষিক স্থিতি।
+ Report
“shokl shothitii apekhik shothiti” baakha karo.