Question:বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না- ব্যাখ্যা কর।
Answer ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যদি বেগের পরিবর্তন না থাকে অর্থাৎ বেগের পরিবর্তন শূন্য হয় তবে বেগের পরিবর্তনের হারও শূন্য হবে। ফলে সেক্ষেত্রে ত্বরণ আর থাকে না।
+ Report
beger pariborotn na hole ttoron thake na- baakha karo.