Question:‘পরম গতি ও পরম স্থিতি বলতে কিছু নেই- উক্তিটি ব্যাখ্যা কর।
Answer এ মহাবিশ্বের কোনো বস্তুই স্থির নয়। বরং একে অপরের সাপেক্ষে গতিশীল। তাই পরম স্থিতি বলতে কিছু নেই। আর, পরম গতির সংজ্ঞা দেয়া হয় পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে। যেহেতু পরম স্থিতিশীল এরূপ কোনো বস্তু নেই, তাই পরম গতি বলতেও কিছু নেই।
+ Report
‘paromo gati o paromo shothiti bolte kichu nei- uktiti baakha karo.