Question:’জড়তা বস্তুর ভরের ওপর নির্ভর করে’-উদাহরণসহ ব্যাখ্যা কর। 

Answer বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তুর স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু সুষম গতিকে একই দিকে চলতে চাওয়ার ধর্মকে জড়তা বলে। জড়তা দু’প্রকার স্থিতি জড়তা ও গতি জড়তা। আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা হতে দেখতে পাই, ভারী বস্তুকে স্থির অবস্থা হতে গতিশীল এবং গতিশীল অবস্থা হতে থামাতে হালকা বস্তুর চেয়ে বেশি মানের বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ বেশি কষ্টসাধ্য। তাই জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে এবং প্রকৃতপক্ষে ভর হলো বস্তুর জড়তার পরিমাপ। উভয় প্রকার জড়তার ক্ষেত্রেই যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি। 

+ Report
Total Preview: 1245
’joড়ta boshotur bhrer opar nirvr kare’-udahoronshoho baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd