Question:স্পর্শ ও অস্পর্শ বলের মধ্যকার পার্থক্য লিখ।
Answer যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। অপরদিকে দুটি বস্তুর প্রত্যক্ষ্ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। সংজ্ঞানুসারে, অস্পর্শ বল দূর হতেই ক্রিযা করতে পারে যেখানে স্পর্শবলসমূহ বস্তুর উপর ক্রিয়া করার জন্য সংস্পর্শের প্রয়োজন হয়।
+ Report
shoparsho o oshoparsho boler modhjokar parothokjlikh.