Question:নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন? 

Answer নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানিতে প্লবতা বেশি হওয়ায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। প্লবতা প্রবাহীর ঘনত্বের ওপর নির্ভর করে (সমানুপাতিক)। নদীর পানির তুলনায় সমুদ্রের পানির ঘনত্ব কিছু বেশি। তাই সাঁতার কাটার সময় নদীর পানির তুলনায় সমুদ্রের পানিতে বেশি উর্ধ্বমুখী বল পাওয়া যায়। এ কারণে নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। 

+ Report
Total Preview: 5166
ndir pani opekha shomudrer panite shaঁtar kata shohojo ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd