Question:ঘনত্ব কাকে বলে?
Answer
বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
Question:ঘনত্ব কাকে বলে?
বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
Question:প্যাসকেলের সূত্রটি লেখ।
প্যাসকেলের সূত্রটি হলো- আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সর্বত্র সুষমভাবে ছড়িয়ে পড়ে এবং এ চাপ পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
Question:ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন? ব্যাখ্যা কর।
ধারালো আলপিনের অগ্রভাগের ক্ষেত্রফল অত্যন্ত কম। তাই আলপিনের পেছনভাগে সামান্য বল প্রয়োগ করলেই P = F/A সূত্রানুসারে আলপিনের অগ্রভাগ কর্তৃক অধিক মানের চাপ প্রযুক্ত হয়। অতিরিক্ত মানের এই চাপের কারণেই ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ।
Question:ভোঁতা আলপিনের পরিবর্তে তীক্ষ্ম ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন?
ভোঁতা আলপিনের পারিবর্তে তীক্ষ্ম ধারালো আলপিনের অগ্রভাগের ক্ষেত্রফল ক্ষুদ্রতর মানের। তাই চাপের P = F/A সূত্রানুসারে, একই পরিমাণ বলের জন্য ভোঁতা আলপিনের তুলনায় তীক্ষ্ম ধারালো আলপিন দিয়ে কাগজে বেশি চাপ প্রযোগ করা যায়। তাই ভোঁতা আলপিনের পরিবর্তে তীক্ষ্ম ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ।
Question:আর্কিমিডিসের সূত্র বিবৃত কর।
আর্কিমিডিসের সূত্রটি হলো- কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।
Question:নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানিতে প্লবতা বেশি হওয়ায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। প্লবতা প্রবাহীর ঘনত্বের ওপর নির্ভর করে (সমানুপাতিক)। নদীর পানির তুলনায় সমুদ্রের পানির ঘনত্ব কিছু বেশি। তাই সাঁতার কাটার সময় নদীর পানির তুলনায় সমুদ্রের পানিতে বেশি উর্ধ্বমুখী বল পাওয়া যায়। এ কারণে নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ।
Question:প্লবতা কী?
তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে উর্ধ্বমুখী বল ক্রিযা করে তাকে প্লবতা বলে।
Question:প্যাসকেলে সূত্রের গাণিতিক ব্যাখ্যা দাও।
প্যাসকেলের সূত্রটি হলো- আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাতের্র গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
Question:পদার্থের প্লাজমা অবস্থা বুঝিয়ে লেখ।
প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। প্লাজমার বড় উৎস হলো সূর্য। এছাড়া অন্যান্য নক্ষত্রগুলোও প্লাজমার উৎস। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার সৃষ্টি হয়। গ্যাসের ন্যায় প্লাজমার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই।
Question:চাপ কাকে বলে?
একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।