Question:কোনো স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে কেন?
Answer কোন স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের হৃাস-বৃদ্ধি তথা বায়ুর ঘনত্বের পরিবর্তন ঘটে। এজন্যে কোন স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে। বায়ুর তাপমাত্রার পরিবর্তনেও ঘনত্বের পরিবর্তন হয় ফলে চাপ পরিবর্তীত হয়।
+ Report
kono shothane shomoyer shonge shonge bayoুmondoliy chaper pariborotn ghte ken?