Question:প্লবতা কীভাবে সৃষ্টি হয়? 

Answer কোনো প্রবাহী পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে উর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে। নিমজ্জিত বস্তুর বিভিন্ন তলে প্রযুক্ত পার্শ্বচাপসমূহ পরস্পর বিপরীতমুখী ও সমান বলে নাকচ হয়ে যায়। কিন্তু বস্তুটির নিচের তলে প্রযুক্ত চাপ উপরের তলে প্রযুক্ত চাপ অপেক্ষা বেশি হয় এবং এই চাপসমূহ সর্বদা লম্বভাবে ক্রিয়া করে বলে উর্ধ্বমুখী বল নিম্নমুখী বল অপেক্ষা বেশি হয়। উর্ধ্বমুখী ও নিম্নমুখী বলের এই পার্থক্যই প্লবতারূপে ক্রিয়া করে। 

+ Report
Total Preview: 882
plobota kivabe shishti hoyo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd