Question:আলপিন অপেক্ষা সুচ দিয়ে কোনো কিছু ছিদ্র করা সহজ কেন? 

Answer আলপিন অপেক্ষা সুচের অগ্রভাগ অনেক বেশি তীক্ষ্ম। অর্থাৎ সুচের অগ্রভাগে ক্ষেত্রফল আলপিনের অগ্রভাগের ক্ষেত্রফল অপেক্ষা কম। তাই ছিদ্র করার সময় উভয়টিতে সমান বল প্রয়োগ করা হলে আলপিন অপেক্ষা সুচের অগ্রভাগে বেশি চাপ সৃষ্টি হয়। এ কারণে আলপিন অপেক্ষা সুচ দিয়ে কোনো কিছু ছিদ্র করা সহজ। 

+ Report
Total Preview: 1034
alpin opekha shuch diye kono kichu chidra kara shohojo ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd