Question:একখন্ড লোহা পানিতে ডুবে কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন?
Answer একখন্ড লোহার ওজন সমআয়তন পানির ওজনের তুলনায় বেশি। তাই প্লবতা লোহার খন্ডের ওজনকে নাকচ করতে না পারায় এটি পানিতে ডুবে যায়। কিন্তু লোহার তৈরি একটি জাহাজের ওজন অপসারিত পানির ওজনের তুলনায় অনেক কম। তাই এটি পানিতে ভাসে।
+ Report
akkhndo loha panite ডুbe kintu lohar toiri jahajo panite vashe ken?