Question:বুড়িগঙ্গার নিচে পারিন চাপ-এর মান কিসের ওপর নির্ভর করে- ব্যাখ্যা কর। 

Answer যদি পানির ঘনত্ব p এবং অভিকর্ষজ ত্বরণ g হয় তবে h গভীরতায় পানির চাপ p কে নিচের সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়, p = hpg এখানে, এক্ষেত্রে পানির ঘনত্ব p ধ্রুবক। আবার স্থানটি নির্দিষ্ট বলে অভিকর্ষজ ত্বরণ g-ও ধ্রুবক। অতএব, `p prop h`। অর্থাৎ পানির নিচে চবাপ গভীরতার সমানুপাতিক। তাই, বুড়িগঙ্গার পানির চাপের মান নির্ভর করে শুধুমাত্রা স্থানের গভীরতার ওপর। 

+ Report
Total Preview: 695
buড়িgngoar niche parin chapa-ar man kisher opar nirvr kare- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd