Question:তামার তৈরি বল পারদে ভাসবে কিনা? ব্যাখ্যা কর।
Answer কোনো বস্তু কোনো তরলে ভাসবে না ডুববে তা বস্তু এবং তরল উভয়ের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্বের ওপর নির্ভরশীল। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে বস্তুটি উক্ত তরলে ভেসে থাকবে। আবার, বস্তুর ঘনত্ব তরলের চেয়ে বেশি হলে বস্তুটি উক্ত তরলে ডুবে যাবে। তামার ঘনত্ব 8920 `kgm^(-3)` এবং পারদের ঘনত্ব 13600`kgm^(-3)`।
+ Report
tamar toiri bol parode vashobe kina? baakha karo.