Question:কাচের টুকরাকে বীকারের পানিতে নিমজ্জিত করলে স্প্রিং নিক্তি ও ওজন মাপার যন্ত্রের পাঠের কী পরিবর্তন হবে ব্যাখ্যা কর। 

Answer কোন বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়। তাই কাচের টুকরাকে বীকারের পানিতে নিমজ্জিত করলে কাচের টুকরাটিও কিছু ওজন হারাবে। ফলে স্প্রিং নিক্তির পাঠ পূর্বের চেয় কমে যাবে। পূর্বের পাঠ ও বর্তমান পাঠের পার্থক্য টুকরার হারানো ওজন তথা এটি দ্বারা অপসারিত পানির ওজনের সমান। আবার, ওজন মাপার যন্ত্রের পাঠ পূর্বের তুলনায় বেশি হবে। এক্ষেত্রে, ওজন মাপার যন্ত্রের পাঠ = পানিভর্তি বীকারের ওজন + কাচের টুকরার হারানো ওজন। 

+ Report
Total Preview: 651
kacher tukrake bikarer panite nimojogit karole shopring nikti o ojon mapar jontrer pathেr ki pariborotn hobe baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd