Question:দৈনন্দিক জীবনে ঘনত্বের গুরুত্ব কী?
Answer আইপিএস, গাড়ি বা বাইকের ব্যাটারি বা সঞ্চয়ী কোষো ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব `1.5xx10^3kgm^(-3)` থেকে `1.3xx10^3kgm^(-3)` হয়। হাইড্রোমিটার দিয়ে মাঝে মাঝে ঘনত্ব মেপে দেখতে হয়। ঘনত্ব বেশি হলে কোষটা নষ্ট হয়ে যায়। এ জন্য মাঝে মাঝে প্রয়োজনীয় পানি দিয়ে ঘনত্ব ঠিক রাখতে হয়।
+ Report
doinndik jibone ghnttoেr gurutto ki?