Question:আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে তাপমাত্রা সংশোধনের প্রয়োজন কেন?
Answer আমরা জানি, বস্তুর আপেক্ষিক গুরুত্ব বলতে সমআয়তন `4^0C` তাপমাত্রার পানি অপেক্ষা বস্তুটি কত ভারি তা বুঝায়। তাই আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হলে বসতউর ওজনকে `4^0C` তাপমাত্রার সমআয়তন পানির ওজন দিয়ে ভাগ করতে হয়। কিন্তু আমাদের পরীক্ষাগারে পানির তাপমাত্রা সাধারণত `4^0C`-এ পাওয়া যায় না। প্রকৃত আপেক্ষিক গুরুত্ব পাওয়ার জন্য তাপমাত্রার সংশোধন করতে হয়। প্রকৃত আপেক্ষিক গুরুত্ব = পরীক্ষালব্ধ আপেক্ষিক গুরুত্ব x `0^0C`তাপমাত্রার পানির আপেক্ষিক গুরুত্ব।
+ Report
apekhik gurutto nironye tapamatra shongshodhner proyojon ken?