Question:স্থিতিস্থাপকতা কী?
Answer বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয় এবং বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।
+ Report
shothitishothapakta ki?