Question:‘হাটার সময় হাইহিল জুতা মাটিতে দেবে যায়, কিন্তু চ্যাপ্টা তলাওয়ালা জুতা দেবে যায় না’- এর কারণ ব্যাখ্যা কর।
Answer যেহেতু চাপ = বল/ক্ষেত্রফল। তাই প্রচন্ড চাপ সৃষ্টির জন্য অল্প ক্ষেত্রফলে অধিকতর বেশি চাপ প্রয়োগ করতে হয়। চ্যাপ্টা তলাওয়ালা জুতার তলার ক্ষেত্রফল হাইহিলের তুলনায় অনেক বেশি, তাই এখানে সৃষ্ট চাপের পরিমাণ অপেক্ষাকৃত কম বলে তা মাটিতে দেবে যায় না। পক্ষান্তরে, হাইহিলে উক্ত ব্যক্তির সম্পূর্ণ ওজন অতি সামান্য ক্ষেত্রফলে প্রযুক্ত হয় বলে প্রচন্ড চাপের সৃষ্টি হওয়ায় মাটিটে দেবে যায়।
+ Report
‘hatar shomoy haihil juta matite debe jayo, kintu chjoapata tolaoyala juta debe jay na’- ar karon baakha karo.