Question:ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ খুব কমে গেলে আবহাওয়া সম্পর্কে কী পূর্বাভাস দেওয়া যায়- ব্যাখ্যা কর।
Answer যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ খুব কমে যায় তবে বুঝতে হবে চারদিকে বায়ুমন্ডলের চাপ সহসা কমে গেছে এবং ঐ স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী উচ্চচাপের ্সথান থেকে প্রবল বেগে বায়ু ঐ নিম্নচাপের অঞ্চলে ছুটে আসবে। সুতরাং ঝড়ের সম্ভাবনা আছে।
+ Report
baaromitarer parodoshotmboেr uchchta hothat khubo kame gele abohaoya shomoparoke ki paূrobavasho deoya jayo- baakha karo.