Question:কোনো বস্তুর উপদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক `2xx10^(11) Nm^(-2)`- বলতে কী বোঝ? 

Answer আমরা জানি, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ভেতর হতে উদ্ভূত পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। সুতরাং কোনো বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক `2xx10^(11) Nm^(-2)` বলতে বুঝায়, ঐ বস্তুতে একক মানের বিকৃতি ঘটালে ঘটানোর চেষ্টা করলে বস্তুর ভেতর হতে `2xx10^(11) Nm^(-2)` মানের পীড়ন বা চাপের উদ্ভব ঘটে। 

+ Report
Total Preview: 1685
kono boshotur upadaner shothitishothapak gunanko `2xx10^(11) Nm^(-2)`- bolte ki boঝ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd