Question:পদার্থের আণবিক গতিতত্ত্ব ব্যাখ্যা কর।
Answer পদার্থের অণুগুলো গতিশীল অবস্থা আছে, এই ধারণা ধরে নেওয়াই পদার্থের আণবিক গতিতত্ত্বের মূল বিষয়। এই তত্ত্ব বেশ কয়েকটি স্বীকার্যের উপর প্রতিষি।ঠত, যেমন: যেকোনো পদার্থ অবস্থা ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে পদার্থের অণু বলে। অণুগুলোর এত ক্ষুদ্র যে তাদেরকে বিন্দুবৎ বিবেচনা করা হয় পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল।
+ Report
padarother anbik gatitttto baakha karo.