Question:গলনাঙ্কের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা কর। 

Answer গলন হলো কঠিন হতে তরল অবস্থায় রূপান্তর। বরফ যখন গলে তখন আয়তনে হ্রাস পায়। যেহেতু চাপ বাড়ালে পদার্থ আয়তনে সংকুচিত হয়, তাই বরফের ওপর চাপ বাড়ালে এর গলন সহজতর হয় বলে গলনাঙ্ক হ্রাস পায়। যেমন- স্বাভাবিক চাপে বরফ `0^0C` তাপমাত্রায় গললে ও উপযুক্ত চাপে এর গলনাঙ্ক হ্রাস পেয়ে- `2^0C` এ উপনীত হতে পারে। 

+ Report
Total Preview: 750
glnankoেr opar chaper provabo baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd