Question:দেহ থেকে ঘাম বের হলে পাখার বাতাসে ঠান্ডা অনুভূত হয় কেন ? 

Answer দেহ থেকে ঘাম বের হলে পাখার দ্বারা তাড়িত হয়ে বাতাস সরাসরি ঘামের পানির সংস্পর্শে আসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি না হলে তা েএই পানির শোষণ করে নেয়। এ সময় পানি তরল হতে বাষ্পাবস্থায় রূপান্তরিত হওয়ার জন্যে প্রয়োজনীয় সুপ্ততাপ শরীর হতে গ্রহণ করে বলে ঠান্ডা অনুভূত হয়। 

+ Report
Total Preview: 1998
deho theke ghamo ber hole pakhar batashe thanda onubhূt hoy ken ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd