Question:সকল স্পন্দনই পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতিই স্পন্দন নয়- ব্যাখ্যা কর। 

Answer কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে। যেমন- ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি। কিন্তু যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে তবে এ ধরনের গতিকে স্পন্দন গতি বলে। 

+ Report
Total Preview: 1339
shokl shopandoni parjayobritt gati kintu shokl parjayobritt gatii shopandon nyo- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd