তরঙ্গ ও শব্দ
  1. Question:শব্দ দূষণ কী? 

    Answer
    শব্দের আধিক্য আমাদের দেহ ও মনের ওপর যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে।

    1. Report
  2. Question:পর্যাবৃত্ত গতি কাকে বলে? 

    Answer
    কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক হতে অতিক্রম করে, তাহলে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে।

    1. Report
  3. Question:অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? 

    Answer
    যে তরঙ্গ মাধ্যমের কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য বলে।

    1. Report
  4. Question:যান্ত্রিক তরঙ্গ কী? 

    Answer
    কঠিন, তরল বা বায়বীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।

    1. Report
  5. Question:অনুপ্রস্থ তরঙ্গ কী? 

    Answer
    যে তরঙ্গ মাধ্যমের কণাসমূহের কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।

    1. Report
  6. Question:জাতি (Timbre) কী? 

    Answer
    সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্মতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে গুণ বা জাতি বলে।

    1. Report
  7. Question:বাদুর কত হার্জ কম্পাঙ্কের শব্দ তৈরী করতে পারে? 

    Answer
    বাদুর 100000 হার্জ কম্পাঙ্কের শব্দ তৈরী করতে পারে।

    1. Report
  8. Question:তরঙ্গ বেগ কী? 

    Answer
    তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ের যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে।

    1. Report
  9. Question:তরঙ্গশীর্ষ কাকে বলে? 

    Answer
    অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দুকে তরঙ্গশীর্ষ বলে।

    1. Report
  10. Question:কম্পাঙ্ক কাকে বলে? 

    Answer
    তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd