Question:সকল স্পন্দন গতিই পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়- ব্যাখ্যা কর।
Answer কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। অপরদিকে কোন পর্যাবৃত্তগতি সম্পন্ন বস্তু পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে তবে এ গিতেক বলা হয় স্পন্দন গতি। তাই বলা যায়, সকল স্পন্দন গতিই পর্যাবৃত্ত গতি। তাই বলা যায়, সকল স্পন্দন গতিই পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়।
+ Report
shokl shopandon gatii parjabritt gati kintu shokl parjabritt gati shopandon gati nyo- baakha karo.