Question:অনুপ্রস্থ তরঙ্গ ব্যাখ্যা কর।
Answer যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গপাদ নিয়ে একটি পূর্ণতরঙ্গ তৈরী হয়। পরপর দুটি তরঙ্গশীর্ষ বা পরপর দুটি তরঙ্গপদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। পানির তরঙ্গ, আলোক তরঙ্গ ইত্যাদি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ।
+ Report
onuproshotho torongo baakha karo.