Question:পারিন মধ্যে শব্দ হলে বাইরে থেকে ভালোমত শোনা যায় না কেন?
Answer পানির মধ্যে শব্দ হলে ঐ শব্দ বাইরে থেকে ভালোমতো শোনা যায় না। কারণ দুটি মাধ্যমের ঘনন্তের পার্থক্য বেশি হলে একটি মাধ্যমের ভেতর দিয়ে সঞ্চালিত শব্দ অপর মাধ্যমে সহজে বিস্তার লাভ করতে পারে না। দুই মাধ্যমের বিভেদতলে বেশি ভাগ তরঙ্গ প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে যায় । বায়ুর তুলনায় পানির ঘনত্ব বেশি। তাই পানির মধ্যে মধ্যে শব্দ হলে ঐ শব্দ পানির বাইরে বাতাসে প্রায় শোনা যায় না।
+ Report
parin modhe shobdh hole baire theke valomot shona jay na ken?