Question:কম্পাঙ্ক ও পর্যায়কাল কীভাবে সম্পর্কিত- ব্যাখ্যা কর।
Answer কম্পাঙ্ক ও পর্যায়কালকে যথাক্রমে f ও T দিয়ে প্রকাশ করা হয়। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কম্পনশীল বস্তুর যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। এখন, T সেকেন্ডে সম্পন্ন হয় 1টি কম্পন। সুতরাং, 1 সেকেন্ডে সম্পন্ন হয় 1/T টি কম্পন। কম্পাঙ্কের সংজ্ঞানুসারে f = 1/T অর্থাৎ, কম্পাঙ্ক পর্যায়কালের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
+ Report
kmopanko o parjayokal kivabe shomoparokit- baakha karo.