Question:সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন বুঝিয়ে লিখ।
Answer আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1s। প্রতিধ্বনি শোনার জন্য মূলধ্বনি ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য অন্তত 0.1 সেকেন্ড হওয়া প্রয়োজন। 0.1 সেকেন্ডের চেয়ে কম সময়ে আগত প্রতিফলিত শব্বের প্রতিধ্বনি শোনা যাবে না। এ কারণে সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না।
+ Report
shokl protipholit shobder protidhboni shona jay na ken buziye likh.