Question:প্রতিধ্বনি প্রতিফলনের জন্যে ঘটে- ব্যাখ্যা কর। 

Answer শব্দ তরঙ্গ তার চলার পথে বাধাপ্রাপ্ত হয় তখন শব্দ তরঙ্গ পূর্বের মাধ্যমে ফিরে আসে। একে শব্দের প্রতিফলন বলে। প্রথম মাধ্যমে ফিরে আসার ফলে শব্দটি পুনরায় শুনতে পাওয়া যায় যা প্রতিধ্বনি। শব্দ থেকে উৎপন্ন প্রতিধ্বনি শুনার জন্যে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব ও আকৃতির ওপর নির্ভর করতে হয়। তাই বলা যায় প্রতিধ্বনি প্রতিফলনের জন্যে ঘটে। 

+ Report
Total Preview: 535
protidhboni protipholner janne ghte- baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd