Question:বায়ু মাধ্যমে শব্দ কীভাবে সঞ্চালিত হয়- ব্যাখ্যা কর।
Answer বাতাসে আলোড়নের সৃষ্টি করলে বায়ুমন্ডলে কম্পনের সৃষ্টি হয়। বায়ুমন্ডলকে কতগুলো সমান্তরাল ও সমঘনত্বের স্তর হিসেবে কল্পনা করা যায়। সৃষ্ট আন্দোলন বা কম্পন প্রথমে তার সামনের বায়ুমন্ডলকে চাপ দেয়, ফলে তা সঙ্কুচিত হয়। এই বায়ুস্তর আবার তার সামনের বায়ুস্তরকে চাপ দেয়। এসময় প্রথম বায়ুস্তরটির প্রসারণ ঘটে এবং দ্বিতীয় বায়ুস্তরের সংকোচন ঘটে। এভাবে পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের মাধ্যমে শব্দ তরঙ্গ অগ্রসর হয়।
+ Report
bayoু madhjome shobdh kivabe shonchoalit hoyo- baakha karo.