Question:শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ-কারণ দর্শাও।
Answer যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকে সাথে সমান্তরালে অগ্রসর হয়, সেই তরঙ্গকে অনুদের্ঘ্য তরঙ্গ বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় এবং মাধ্যমের সংকোচন ও প্রসারণের মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গ সঞ্চালিত হয়। শব্দ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো স্পন্দরেন দিকের সাথে সমান্তরালে এবং মাধ্যমের সংকোচন ও প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। তাই শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ।
+ Report
shobdh torongo onudoirgho torongo-karon dorshoao.