Question:আলো কী ধরনের তরঙ্গ? ব্যাখ্যা কর।
Answer আলো হল তাড়িত চৌম্বক তরঙ্গ। এ তরঙ্গ উৎপন্ন বা সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তবে কেবলমাত্রা আলোকীয় স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়েই এ তরঙ্গ অতিক্রম করতে পারে। মাধ্যমভেদে আলোক তরঙ্গের বেগ ভিন্ন হয় এবং শূন্য মাধ্যমে আলোর বেগ `3xx10^8ms^(-1)`।
+ Report
alo ki dhroner torongo? baakha karo.