Question:সরল ছন্দিত স্পন্দন বলতে কী বোঝ?
Answer যদি কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতি পথ সরল রৈখিক হয় এবং এর ত্বরণ সাম্য অবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সব সময় সাম্যবস্থায় অভিমুখী হয়, তাহলে বস্তুকণার ঐ গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে।
+ Report
shorol chondit shopandon bolte ki boঝ?