Question:অনুপ্রস্থ তরঙ্গ ব্যাখ্যা কর।
Answer যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙগ্ বলে। যেমন- পানির তরঙ্গ, আলোক তরঙ্গ। একটি ঝুলন্ত দড়ির নিচের মাথায় আড়াআড়িভাবে ঝাঁকুনি দিতে থাকলে এর উপর অনুপ্রস্থ তরঙ্গের সৃষ্টি হয়। ঐ তরঙ্গ দড়ির নিচ থেকে উপরের দিকে অগ্রসর হতে দেখা যায়। এক্ষেত্রে দড়ির উপর সৃষ্ট তরঙ্গ গতির অভিমুখ দড়িটির দৈর্ঘ্য বরাবর কিন্তু তরঙ্গ বহনকারী কণাগুলোর কম্পনের অভিমুখ এর দৈর্ঘ্যর লম্ব বরাবর সঞ্চালিত হয়।
+ Report
onuproshotho torongo baakha karo.