Question:শব্দ কী ধরনের তরঙ্গ? ব্যাখ্যা কর।
Answer শব্দ মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না। সুতরাং এটি একটি যান্ত্রিক তরঙ্গ। তদুপরি, শব্দ মাধ্যমে সংকোচন ও প্রসারণ উৎপন্ন করে সঞ্চালিত হয় এবং শব্দেতরঙেগ্র দিক মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সমান্তরাল। তাই এটি একটি যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরূপ তরঙ্গের ক্ষেত্রে একটি সংকোচন ও একটি প্রসারণ মিলে তরঙ্গদৈর্ঘ্য গঠিত হয়।
+ Report
shobdh ki dhroner torongo? baakha karo.