Question:পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতির মধ্যকার পার্থক্য ব্যাখ্যা কর।
Answer স্পন্দন গতি সর্বদাই সরলরৈখিক। পক্ষান্তরে পর্যাবৃত্ত গতি সরলরৈখিক, বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বস্তু তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে পর্যায়কালের সমপরিমাণ সময়ে একবার মাত্র অতিক্রম করে, অপরদিকে স্পন্দন গতির ক্ষেত্রে বস্তু তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে পর্যায়কালের সমপরিমাণ সময়ে দুইবার অতিক্রম করে, পরস্পর বিপরীত দিক হতে।
+ Report
parjabritt gati o shopandon gatir modhjokar parothokjbaakha karo.