Question:পূর্ণ কম্পনসংখ্যা এবং কম্পাঙ্কের মধ্যকার সম্পর্ক স্থান কর।
Answer প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। কোনো কম্পনশীল বস্তুকণা t সেকেন্ডে N সংখ্যক পূর্ণকম্পন সম্পন্ন করলে প্রতি সেকেন্ডে পূর্ণকম্পন দিবে N/t সংখ্যক। সংজ্ঞানুসারে, এটি হলো কম্পাঙ্ক, f । সুতরাং f = N/t, এটিই পূর্ণ কম্পন সংখ্যা এবং কম্পাঙ্কের মধ্যকার সম্পর্ক।
+ Report
paূron kamopanshongkha abong kamopankoেr modhjokar shomoparok shothan karo.