Question:কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন কর। 

Answer প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। অপর দিকে, যে সময়ে তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে পর্যায়কাল বলে। কম্পাঙ্ককে f এবং পর্যায়কালকে T দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং T সময়ে পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় 1টি `.:` 1 ” “ “ ” “ “ 1/T টি সংজ্ঞানুসারে এটি কম্পাঙ্ক, f = 1/T; সুতরাং কম্পাঙ্ক এবং পর্যায়কাল হলো পরস্পর বিপরীত রাশি। 

+ Report
Total Preview: 6254
kmopanko abong parjayokaler modhe shomoparok shothapan karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd