Question:শ্রাব্যতার সীমা বলতে কী বোঝ?
Answer মানুষ যেকোনো কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না। শব্দের কম্পাঙ্ক 20Hz এর বেশি এবং 20,000Hz এর কম হলে তবেই মানবকর্ণ উক্ত শব্দ শুনতে পায়। কম্পাঙ্কের এ সীমার ওপর শ্রাব্যতার সীমা বলে। অণ্যান্য প্রাণিদের জন্য এই শ্রাব্যতার সীমা আলাদা আলাদা মানের হবে।
+ Report
sroabatar shima bolte ki boঝ?